ব্যতিক্রমি আয়োজনের মধ্যে দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৯ পিএম

ব্যতিক্রমি আয়োজনের মধ্য দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে সুবিধাবঞ্চিত শিশুরা। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ‘শিশুদের হাসি’ সংগঠন হোসেনপুর উপজেলায় এই ব্যতিক্রমি আয়োজনের উদ্যোগ নেয়।

সংগঠনটির উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুরা নিজেরাই শহীদ মিনার তৈরি করে। পরে নিজেদের তৈরি শহীদ মিনারে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদনের সময় সম্মিলিত কণ্ঠে শিশুরা গেয়ে ওঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।

ভাষা শহীদদের এভাবে শ্রদ্ধা জানাতে পেরে সুবিধাবঞ্চিত শিশুরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করে।

এ সময় সংগঠনের উদ্যোক্তারা সুবিধাবঞ্চিত শিশুদের কাছে ভাষা আন্দোলন সম্পর্কে ধারণা প্রদান করে।

‘শিশুদের হাসি’ সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবকগণ এই ব্যতিক্রমি আয়োজনের সময় উপস্থিত ছিলেন।

‘শিশুদের হাসি’ মুলত স্কুল পড়ুয়া কিশোর-কিশোরীদের টিফিনের টাকায় প্রতিষ্ঠিত একটি সংগঠন। সংগঠনটির সদস্যরা নিয়মিত তাদের টিফিনের টাকা জমিয়ে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। এসব কাজের মাধ্যমে ইতোমধ্যে সংগঠনটি হোসেনপুর উপজেলায় ব্যাপক সুনাম কুড়িয়েছে।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: