কাশ্মীর না ছাড়লে কফিনের মিছিলও থামবে না, চরম হুমকি

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৪ পিএম

অবিলম্বে ভারতীয় সেনাবাহিনীকে কাশ্মীর ছাড়ার হুঁশিয়ারি। এমনটাই মারাত্মক হুমকি হিজবুল মুজাহিদিনের। হিজবুলের শীর্ষ নেতা রিয়াজ নাইকু এমনটাই হুমকি দিয়েছে। হিজবুলের তরফে দেওয়া হুমকিতে বলা হয়েছে, ভারতীয় সেনারা কাশ্মীর না ছাড়লে তাদের কফিন মিছিলও থামবে না। সুদীর্ঘ এক অডিও বার্তায় নাইকুর হুঁশিয়ারি, কাশ্মীর না ছাড়লে পুলওয়ামার ঘটনার মতো করেই নতুন নতুন ঘটনায় ভারতকে ‘কাঁদতে’ হবে। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়ি কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। এতে কনভয়ে ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। ঘটনায় ৪০ জন সিআরপিএফ জওয়ানকে শহিদ হতে হয়। হামলার দায় স্বীকার করে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ।

পুলওয়ামা হামলার প্রতিক্রিয়ায় স্থানীয় হিজবুল মুজাহিদিনের অপারেশনাল কমান্ডার রিয়াজ নাইকু সেনাবাহিনীর উদ্দেশে বলেছেন, ‘যতক্ষণ না তোমরা কাশ্মীর ছাড়ছ, এভাবেই কাঁদতে হবে তোমাদের‍। যতক্ষণ তোমরা এখানে থাকবে, ততোক্ষণ তোমার সেনাদের কফিন ভরতে থাকবে মরদেহে।’

গত মঙ্গলবার রিয়াজ নাইকু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তার এই অডিও বার্তাটি প্রকাশ্যে আনে।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: