ইতিহাস গড়ল হাথুরুর লঙ্কা

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৯ পিএম

টাইগারদের দায়িত্ব ছেড়ে ক্রিকেট শ্রীলঙ্কার কোচ হয়েছিলেন চন্দ্রিকা হাথুরুসিংহে। লঙ্কানদের দায়িত্ব নেয়ার পর তেমন কোন সাফল্য পান নি। তার পরেও দায়িত্ব থেকে অটল ছিলেন লঙ্কান এই কোচ।

এশিয়ার কোন দল হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই প্রথমে হাথুরুসিংহের নেতৃত্বে টেস্ট সিরিজ জয় করেছে শ্রীলঙ্কা। শুধু সিরিজ জিতেছে বললে ভুল হবে স্বাগতিকদের এক প্রকার নাকানি চুবানি খাইয়েছে দলটি।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সাউথ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ব্যাট করতে নেমে ৬১.২ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ২২২ রান করে প্রোটিয়ারা।

জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৭.৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৫৪ রান করে শ্রীলঙ্কা। এতে ৬৮ রানের লীড পায় দক্ষিণ আফ্রিকা।

৬৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪৪.৩ ওভার খেলে ১২৮ রান করে আমলারা।

ফলে লঙ্কানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৭ রান। এই লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫.৪ ওভার খেলে দুই উইকেট হারিয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কা শিবির।

এই জয়ের কারণে প্রোটিয়াদের মাটিতে এই প্রথম এশিয়ার কোন দেশ হিসেবে শ্রীলঙ্কা জয় ও হোয়াইটওয়াশের কৃতিত্ব অর্জন করেছে।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: