সড়ক দুর্ঘটনায় নিহত ৭, প্রতিবাদে উত্তাল বরিশাল

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০১:০৬ পিএম

রাজধানীর সড়ক অবরোধের উত্তাল বিভাগীয় শহর বরিশালে গিয়ে পড়েছে। সড়ক দুর্ঘটনার প্রতিবাদে উত্তাল বরিশাল। শনিবার (২৩ মার্চ ) বরিশালে সড়ক দুর্ঘটনায় বিএম কলেজছাত্রীসহ সাতজন নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বিএম কলেজ শিক্ষার্থীরা।

শনিবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে বিএম কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা মিছিলটি নিয়ে নথুল্লাবাদ হোসাইনিয়া মাদ্রাসায় গেলে পুলিশ বাধার দেয়।

প্রথমে সেখানে সড়ক অবরোধ করেন তারা। এরপর পুলিশের বাধা অতিক্রম করে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, তারা নিরাপদ সড়কের দাবিতে ও বিএম কলেজের মাস্টার্সের শিক্ষার্থী শিলা হালদারসহ সাতজন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন।

&dquote;&dquote;পুলিশ জানায়, শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে তারা।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল জানান, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য শিক্ষার্থীদের সঙ্গে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছেন।

এদিকে স্থানীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সেখানে ছাত্রদের মাঝে গিয়ে দ্রুত কমিঠি গঠন করে তদন্ত করা আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা ফিরে যায়।

বিডি২৪লাইভ/এসবি/এসএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: