নির্বাচনের আচারণবিধি ভেঙ্গে প্রচারণা, আটক ৩২

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০৩:৫১ পিএম

আগামীকাল উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রচারণা শেষ হয়েছে শুক্রবার রাত ১২টায়। তবে নির্দিষ্ট সময়ের পরও প্রচারণা ও ভোটারদের কাছে অবৈধ প্রলোভন সৃষ্টির অভিযোগে গাজীপুরের শ্রীপুরের বিভিন্ন এলাকা থেকে ৩২ জনকে আটক করেছে পুলিশ।

তারা সকলেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এডভোকেট শামসুল আলম প্রধানের মোটরসাইকেল প্রতীকের কর্মী বলে জানা গেছে।

সহকারী রিটার্নিং অফিসার সুলতানা এলিন জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত রাতে শেষ হয়েছে প্রচারণার কাজ। তবে গভীর রাতে নিষিদ্ধ সময়ে ভোটারদের মধ্যে প্রচারণা ও অবৈধ প্রলোভন সৃষ্টির খবরে পুলিশ তাদের আটক করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, আটককৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে কি ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: