শেরপুরের ১ টিতে নৌকা ২ টিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৩:০০ এএম

দেশের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে (২৪ মার্চ) রবিবার তৃতীয় ধাপে শেরপুর জেলায় তিন টি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে এক টিতে আওয়ামী লীগের নৌকা প্রতিকের বিজয় হলেও অন্য দুটিতে বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এরা হলেন, ঝিনাইগাতীতে উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ ওয়ারেছ নাঈম (নৌকা) ৩৪ হাজার ৩ শত ৪৫ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মো. ফারুক আহম্মেদ (মোটরসাইকেল) ১০ হাজার ৮শত ২ ভোট পেয়েছেন।

নালিতাবাড়ী উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক  মোকসেদুর রহমান লেবু (মোটরসাইকেল) ৪৬ হাজার ৪শত ৭৮ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন (নৌকা) পেয়েছেন ২৮ হাজার ৩৮ ভোট ।

শ্রীবরর্দী উপজেলায় বিদ্রোহ প্রার্থী এডিএম শহিদুল ইসলাম (মোটরসাইকেল) প্রতিক নিয়ে ৩৪ হাজার ৫৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জুয়েল (আনারস) প্রতিক নিয়ে ১০ হাজার ৮০২ ভোট পেয়েছে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: