বরগুনা স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৩:০১ পিএম

শহীদদের স্মরণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য ধীরন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও অংগসংগঠন, জেলা পরিষদ, পৌরসভা, প্রেসক্লাব, স্কুল কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

জাতীর সুর্যসন্তান বীরমুক্তিযোদ্ধাদের ফুল দিয়েও বরন করা হয়। পরে বরগুনা স্টেডিয়ামে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীত শেষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কবির মাহমুদ ও পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম।

এ ছারাও জেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা পুলিশ, রেডক্রিসেন্টসহ বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীরা জাতীয় সংগীত ও কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। এ ছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্দ্যোগে দিনব্যাপী বিভিন্ন আয়োজন রয়েছে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: