মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৭:১১ পিএম

শেরপুরের নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে ১৯ শহীদ পরিবারের সদস্যসহ ৩৬৮ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা তারিন, পৌর মেয়র হাফিজুর রহমান, থানার ওসি কাজী শাহনেওয়াজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবুল মনসুর, বিএডিসি হিমাগারের উপপরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, সমাজ সেবা অফিসার তানজিল আহমেদ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ, বিআরডিবি অফিসার মোশাররফ হোসেন, জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, জীবিত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন স্তরের আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার আবুল মনসুর জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ১৯ শহীদ  পরিবারের সদস্যসহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষথেকে শাড়ী, লুঙ্গি, ধুতিসহ দুপুরের উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। এর আগে শহীদ পরিবারের সদস্যসহ সকল মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: