জমি সংক্রান্ত বিরোধে হামলা, নিহত ১

প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৪:২১ এএম

জমি সক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ঠাকুরগাঁও সদর উপজেলা হরিনারায়পুর কালিতলা গ্রামে জমির মালিক মুক্তাদুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত মুক্তাদুর রহমান হরিনারায়পুর গ্রামের মৃত আনিছুর রহমানে ছেলে।

বুধবার (২৭ মার্চ) সকালে হরিনারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলার সাথে জড়িত সন্দেহে পুলিশ পারুল ও নুরুল হক পেলু নামে ২ জনকে আটক করেছে।

এলাবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘ ৩০ বছর ধরে মুক্তাদুর রহমানের জমিতে ঘর করে ছিল পারুল, রহিমা, নুরুল হক, সহেলা গং। পরবর্তীতে মুক্তাদুর রহমান তার নিজ জমি দখল নিতে গেলে বসবাসকারীরা তাকে বাধা দেয়। এ বিষয়ে পরে উভয় পক্ষ মামলা করে। দীর্ঘ দিন ধরে মামলা চলাকালীন সময়ে মঙ্গলবার নুরুল হক, পারুল আবার নতুন করে জমিতে ঘর তুলে।

বুধবার সকালে জমির মালিক মুক্তাদুর রহমান ঘর তুলতে বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলে মুক্তাদুর গুরুত্বর আহত হল তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঠাকুরগাঁও সদর থানার (ওসি) তদন্ত চিত্ত রঞ্জন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার কারণে পারুল ও নুরুল হককে আটক করা হয়েছে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: