ফেসবুকে স্ট্যাটাস সংশোধন করে নতুন বির্তকে সাব্বির!

প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০৪:২৩ পিএম

রাজধানী অভিজাত এলাকা বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের নিহতের সংখ্যা বেড়েই চলছে। গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

সবার মতো দোয়া চেয়ে তাৎক্ষণিক আগুন লাগার বিষয়টি জেনে নিজের ভেরিফাই ফেসবুক পেজে স্টাটস দেন বাংলাদেশ দলের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। তিনি লিখেছেন, ‘আবারো আগুন, হাজার হাজার মানুষ আটকা পড়েছে। এই দায়বদ্ধতা কার? আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক।’

কিন্তু তার এই পোস্টটি কিছুক্ষন পর সংশোধন করেন। ‘এই দায়বদ্ধতা কার’ এ কথাটি মুছে দেন সাব্বির। এরপর স্ট্যাটাসে লিখেন ‘আবারো আগুন, হাজার হাজার মানুষ আটকা পড়েছে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক।’

&dquote;&dquote;তার এমন কর্মকাণ্ডের পর সমালোচনার মুখে পড়েছেন সাব্বির। অনেকেই প্রশ্ন করছেন কেন এমনটা করলেন তিনি। তার ভক্তরা তার প্রতি অসন্তুষ্ট প্রকাশ করেছেন। অনেকেই প্রশ্ন করেছেন, কোনো মহলের চাপে নিজের স্ট্যাটাস পরিবর্তন করলেন সাব্বির?

পরবর্তীতে তিনি আরেক পোস্ট করে লিখেছেন, ‘আপনারা যারা বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট এলাকায় আছেন দয়া করে কুর্মিটোলা হসপিটালে যান, আহতদের রক্ত লাগবে। মানবতায় এগিয়ে আসুন।’

বিডি২৪লাইভ/আইএইচ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: