ফসলের মাঠ থেকে মৃত হরিণ উদ্ধার

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০১:৪৭ পিএম

ভোলার মনপুরায় ফসলের মাঠ থেকে মৃত মায়াবি হরিণ উদ্ধার করা হয়েছে। পরে মৃত মায়াবি হরিণটির ময়না তদন্ত শেষে মাটি চাপা দেওয়া হয়।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের খোরশেদ তহসিলদারের বাড়ির পাশে ফসলের মাঠ থেকে হরিণটিকে উদ্ধার করে বন বিভাগ।

মনপুরা হাজিরহাট বনবিভাগের বিট কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, স্থানীয়রা খবর দিলে ফসলের মাঠ থেকে মৃত মায়াবি হরিণটিকে উদ্ধার করে ময়নাতদন্ত শেষে মাটি চাপা দেওয়া হয়।

কর্মকর্তা আরোও জানান, মার্চ মাসে মেঘনা নদীর পানি লবণাক্ত হওয়ায় মিঠা পানির খোঁজে বনের মায়াবি হরিণ লোকালয়ে চলে আসে। এই সময় কুকুর ও অন্য প্রাণীর আঘাতে হরিণ মারা পড়ে। তবে বনের মধ্যে পুকুর খনন করা গেলে এই সমস্যার থেকে উত্তরন হওয়া সম্ভব বলে তিনি মনে করেন।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: