ঝালকাঠিতে কালেক্টরেট স্কুলের উদ্বোধন

প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৭:০৫ পিএম

ঝালকাঠি কালেক্টরেট স্কুলের শুভ উদ্বোধন করেছেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ হামিদুল হক।

সোমবার (১ এপ্রিল) সকাল ১০ টায় শহরের পুরাতন কলেজ রোড কালেক্টরেট স্কুলের নির্ধারিত স্থানে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হামিদুল হক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরেট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক (উপসচিব) মোঃ দেলোয়ার হোসেন মাতুব্বর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ফরিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম।

বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ সাহা, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম।

জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করে স্কুলের কার্যক্রম শুরু করা হয়। এসময় ২ শিশু শিক্ষার্থীর হাতে বই তুলে দেন জেলা প্রশাসক মোঃ হামিদুল হক। দোয়া- মোনাজাত শেষে বিরতির ঘণ্টা পিটিয়ে  অনুষ্ঠানের সমাপ্তি করেন তিনি।

সুগন্ধা নদীর তীরে, ছায়াঘেরা পরিবেশে, নির্মল বায়ু, নয়নাভিরাম মনোরম দৃষ্টি নন্দন রিভারভিউ স্থানে স্কুলটি প্রতিষ্ঠা করা হচ্ছে। 

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: