কোহলিকে হারানোর আনন্দ যেভাবে উদযাপন করলেন রাসেল

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৯:৩৮ এএম

মাত্র ১৩ বল খেলে ৪৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। ক্যারিবীয় এ হার্ড হিটার ব্যাটসম্যানের তাণ্ডবে ২০৬ রানের টার্গেট ৫ বল হাতে রেখেই টপকে যায়। ৫ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে কলকাতা নাইট রাইডার্স। দলকে অপ্রত্যাশিত জয় এনে দিয়ে ড্রেসিংরুমে কেক কেটে স্ত্রীকে খাওয়ান ‘কিং ক্যারিবিয়ান’৷

শেষ চার ওভারে জয়ের জন্য নাইটদের দরকার ছিল ৬৬ রান৷ টি-২০ যুগেও যা ছিল অপ্রত্যাশিত৷ কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখালেন রাসেল৷ শেষ ২ ওভারে নাইটদের জয়ের জন্য দরকার ছিল ৩০ রান৷ ১৯তম ওভারে টিম সাউদিকে ২৯ রান নিয়ে বিরাটের স্বপ্নভঙ্গ করে দেন রাসলে৷ পাঁচ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে যায় কেকেআর৷

সাউদির ওভারে চার ছক্কা ও একটি বাউন্ডারি মারেন রাসেল৷ প্রথম চার বলে মাত্র এক রান করা রাসেল বাকি ৯ বলে করেন ৪৭ রান৷

ম্যাচ জিতিয়ে রাসেল বলেন, ‘আমি সবসময় আত্মবিশ্বাসী৷ আমি মাঠে নামার পর ডিকে বলেছিল, আমাদের কয়েকটা বল দেখতে হবে৷ সেই সময় আমি শুরুতে কয়েকটা বল দেখে নিই৷ কিন্তু যখন আমাদের দরকার ছিল ২৮ বলে ৬৮ রান তখন আমি অল-আউট যায়৷ এমনটা প্রতিদিন হয় না৷ এটাই টি-২০ ক্রিকেট৷ এক ওভারের ম্যাচের গতি বদলে দেয়৷ এই কারণ আমি কখনও আশা ছাড়িনি৷ জামতাম সব কিছুই সম্ভব৷ লো ফুলটস বল হিট করা সহজ নয়৷ আমি এর ব্যাখ্যা দিতে পারব না৷ শুধু ক্রিজে গিয়ে করে দেখাতে পারব৷’

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: