বাসাইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্ভোধন

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৪:৫৩ পিএম

টাঙ্গাইলের বাসাইলে বৃহস্পতিবার (১১ এপ্রিল) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও ভিত্তি প্রস্তড় স্থাপন করা হয়েছে।

এ সময় উপস্তিত ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য মোঃ জোয়াহেরুল ইসলাম, বাসাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, বাসাইল এল.জি.ই.ডি এর প্রধান প্রকৌশলী রোজদিদ আহমেদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বাস্তবায়িত প্রকল্পগুলো হলো বাসাইল কবরস্থান হতে সুন্না পর্যন্ত ৪ কিমি রাস্তা মেরামত , হান্দুলী হতে ৩০০মিটার পাকা রাস্তার উন্নয়ন এবং সুন্না পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তড় স্থাপন। এসব কাজে মোট ব্যায় ধরা হয়েছে  ২ কোটি ৮৮ লক্ষ টাকা।

এ সময়  সংসদ সদস্য মোঃ জোয়াহেরুল ইসলাম বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামকে পর্যায় ক্রমে শহরে পরিনত করার লক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। ভব্যিষতেও এ ধারা অব্যহত থাকবে। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী অলিদকে সাথে নিয়ে বাসাইলের প্রতিটি গ্রামে উন্নয়নের ধারা বজায় থাকবে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: