চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বর্ষবরণ

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ০৫:১২ পিএম

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নিচ্ছে চুয়াডাঙ্গার সকল শ্রেণি পেশার মানুষ। রোববার (১৪ এপ্রিল) ভোর থেকেই দিনভর নানা আয়োজন ছিল দিবসটি উপলক্ষে।

ভোরে সুর্যোদয়ের সাথে সাথে ডিসি সাহিত্য মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর একে একে চলে নানা আনুষ্ঠানিকতা। সকাল ৮টায় চাঁদমারী মাঠ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেয় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান। এরপরে সরকারি কলেজ মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়।

এছাড়া বিকেলে শহরের চাঁদমারী মাঠে ৭ ব্যাপি পৌর বৈশাখী মেলার উদ্বোধন করা হবে। 

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: