গণপিটুনিতে গরু চোরের মৃত্যু

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৭:০০ এএম

টাঙ্গাইলের ঘাটাইলে গণপিটুনিতে এক গরু চোরের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার দেউলাবাড়ি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘাটাইল পুলিশ গণপিটুনিতে এক গরু চোরের মৃত্যুর খবরের বিষয়টি বিডি২৪লাইভকে নিশ্চিত করেছে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাকসুদুল আলম বিডি২৪লাইভকে জানান, রবিবার ভোর ৩টার দিকে একদল চোর সংবদ্ধ হয়ে উপজেলার দেউলাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের শহিদুল ইসলামের বাড়ি থেকে ৫/৭টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন টের পায়। এ সময় স্থানীয় লোকজন ডাকাত বলে চিৎকার দিলে গ্রামের মানুষ লাঠি-সোঠা নিয়ে চোরদের ধাওয়া দেয়। পরে স্থানীয় লোকজন এক চোরকে হাতে-নাতে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার সে চোরের মৃত্যু হয়। ধাওয়া খেয়ে বাকি চোররা দৌঁড়ে পালিয়ে যায়। নিহত গরু চোরের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে পরে সকালে পুলিশ নিহত গরু চোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: