মোদির হেলিকপ্টারে তল্লাশি: এরপর যা ঘটল

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০৪:৩৩ পিএম

নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গিয়েছিলেন উড়িষ্যায়। দিল্লী থেকে উড়িষ্যায় দুরের রাস্তা হওয়ার হেলিকপ্টারে করেই নির্বাচনী বক্তব্য রাখতে সেখানে পৌঁছান তিনি।

এ সময় মোদিকে বহনকারী হেলিকপ্টারে তল্লাশি করার অভিযোগে মোহাম্মদ মোহসিন নামে একজন সিনিয়র কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন।

বরখাস্ত ব্যক্তি ভারতের প্রশাসন ক্যাডারের ১৯৯৬ ব্যাচের কর্মকর্তা। তাকে উড়িষ্যার সম্বলপুর জেলায় নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল।

বুধবার (১৭ এপ্রিল) রাতে নির্বাচন কমিশন থেকে মোহাম্মদ মোহসিনের নামে ইস্যু করা চিঠিতে বলা হয়েছে, তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করেননি। সম্বলপুরে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারে চেকিং নির্বাচন কমিশনের গাইডলাইনের আওতাভূক্ত নয়। কারণ, স্পেশাল প্রটেকশন গ্রুপ এমন চেকিংয়ের বাইরে থাকে।

এদিকে একজন কর্মকর্তা বলেছেন, মোহাম্মদ মোহসিনের ওই তল্লাশির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টারটির উড্ডয়ন প্রায় ১৫ মিনিট বিলম্বিত হয়।

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: