পরীক্ষায় নকল করায় বহিষ্কার ১

প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৯:২৮ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের হিসাব বিজ্ঞান ১ম পত্র পরীক্ষায় এক পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করার বহিষ্কার হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে নকল করায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এইচএসসি) হিসাব বিজ্ঞান প্রথমপত্রের পরীক্ষা চলাচালে কেন্দ্রের অভ্যন্তরীন ভিজিলেন্স টিমের দায়িত্বপ্রাপ্ত কলেজের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোর্শেদুল ইসলাম তোতা পরীক্ষা কেন্দ্রের ১০৫ নং কক্ষে সাড়ে ১১টার দিকে পরিদর্শনে যান।

এ সময় সরিষাবাড়ী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের নিয়মিত ছাত্র আবরার ফয়সাল নকল করার বিষয়টি নজরে পড়ে। তিনি পরীক্ষার্থীকে নকলসহ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হকের নিকট হস্তান্তর করেন।

এ সময় কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বিষয়টি জানতে পারেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষার্থী আবরার ফয়সাল (যার রোল নং-৪৮২৩১৪) অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার করেন। আবরার ফয়সাল সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের ডেমোনেষ্টেটর সাথী আকতারের পুত্র বলে জানা গেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে আবরার ফয়সাল নামে এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: