বরগুনায় নারীর প্রতি সহিংসতা বন্ধে মানববন্ধন

প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০৬:২১ পিএম

‘নারীর প্রতি সহিংসতা বন্ধ কর এখনই’ এই শ্লোগানকে সামনে রেখে নুসরাত জাহান রাফি, সোহাগী জাহান তনু, ৮ম শ্রেণির ছাত্রী রিশাসহ অসংখ্য নারীকে নির্যাতন পূর্বক হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বেলা ১১টায় বরগুনা জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু ছাত্র যুব পরিষদ বরগুনা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেছে।

জেলা পূজা উদজাপন পরিষদের সভাপতি সুখরঞ্জন শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, পাবলিক প্রসিকিউটর এডভোকেট ভুবন চন্দ্র হাওলাদার, আখড়া কমিটির সভাপতি সন্তোষ কর্মকার, বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, বরগুনা জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি বেবী দাস, বাংলাদেশ সেবাশ্রমের প্রতিনিধি বাদল কৃষ্ণ দেবনাথ, এপিপি এ্যাডভোকেট সঞ্জীব দাস, বরগুনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন কর্মকার ও হিন্দু ছাত্র যুব পরিষদের সভাপতি মনোতোষ চন্দ্র মিস্ত্রী।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: