চুয়াডাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা 

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ০২:০৫ পিএম

‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিভিন্ন আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলার সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সদর হাসপাতাল মিলনায়তনে ভারপ্রাপ্ত সিভিল সার্জন আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শামীম কবির, সার্জারি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক ওয়ালিউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক ও প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন।

স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা রবজেল হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, সার্জারী বিভাগের কনিষ্ঠ পরামর্শক এহসানুল হক তন্ময়।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: