শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভারতসহ প্রতিবেশী তিন দেশ

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ০৮:২২ এএম

ফের ভূমিকম্প৷ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভারত সহ প্রতিবেশী তিন দেশ৷ বুধবার রাতে মাটি দুলে ওঠে উত্তর-পূর্বের দুই রাজ্য অরুণাচল প্রদেশ ও অসমের৷ ওই সময় কম্পন অনুভূত হয় চিন ও মায়ানমারে৷ বুধবার সকালে নেপালের মাটিও কেঁপে ওঠে বলে জানায় সংবাদসংস্থা এএনআই৷ সেখানে জোড়া ভূমিকম্প হয়েছে৷ এ খবর দিয়েছে পার্সটুডে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে প্রথম জানায়, বুধবার রাতে তিনটি দেশে কম্পনের মাত্রা ছিল ৫.৯৷ উৎসস্থল অসমের ডিব্রুগড়৷ ভূমি থেকে ৯ কিমি গভীরে৷ অপরদিকে আইএমডি জানিয়েছে, বুধবার রাত ১টা ৪৫মিনিটে অরুণাচল প্রদেশের ওয়েস্ট সিয়াং এ শক্তিশালী কম্পন অনুভূত হয়৷ কম্পনের প্রভাব পড়েছে তিব্বতে৷ তিব্বতের বিস্তীর্ণ অংশে কম্পন অনুভূত হয়েছে৷

বুধবার রাতেই কেঁপে ওঠে চিন ও মায়ানমারের কিছু অংশ৷ চিনা মিডিয়া জিং হুয়া এই খবর জানিয়েছে৷ এই কম্পনের রেশ কাটতে না কাটতে বুধবার সকালে নেপালে জোড়া ভূমিকম্পের খবর মেলে৷ একটি হয় সকাল ৬টা বেজে ২৯ মিনিটে৷ দ্বিতীয় কম্পনটি হয় ৬টা বেজে ৪০ মিনিটে৷ যদিও কম্পনের মাত্রা সেখানে ছিল তুলনামূলক কম৷ রিখটার স্কেলে ৫.২ ও ৪.৩ মাত্রার কম্পন ধরা পড়েছে৷ এখনও অবধি কোথা থেকেও কোনও ক্ষতক্ষতির খবর মেলেনি৷ তবে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: