ইহুদিবাদী ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের ৭৫ ভাগ মসজিদ ধ্বংস

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৮:৪৮ এএম

ইহুদিবাদী ইসরায়েল হামলা চালিয়ে ফিলিস্তিনের গাজার প্রায় ৭৫ ভাগ মসজিদই ধ্বংস করে দিয়েছে। মিডল ইস্ট মিরর সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, গত ৫১ দিনে অন্তত প্রাং ৭৩টি মসজিদ পুরোপুরি ভাবে ধ্বংস করে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। একইসঙ্গে আরও ২০৫টি মসজিদ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ইসরায়েল।

ফিলিস্তিন ইকোনোমিক কাউন্সিল ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কন্সট্রাকশন (পিইসিডিসি) কর্তৃক গঠিত কমিটি এক বিবৃতে জানায় ইসরায়েলের হামলায় দাতব্য সংস্থা থেকে শুরু করে তাদের কবরস্তান, পবিত্র স্থান মসজিদ অনেক ধ্বংস হয়েছে।

পিইসিডিসির ভাষ্যমতে, এসব ধ্বংসপ্রাপ্ত বস্তুর ক্ষতির পরিমাণ ৪০.৪ মিলিয়ন ডলার।

এছাড়া ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজায় অবস্থিত দুটি গির্জাও সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

পিইসিডিসি আরও জানায়, ইহুদিবাদী ইসরায়েল হামলা চালিয়ে ফিলিস্তিনের জাবালায় অবস্থিত বিখ্যাত মসজিদ আল-ওমরি ধ্বংস করেছে।

এমনকি ১৩৬৫ বছর আগের একটি প্রাচীন মসজিদ ধ্বংস করা হয়েছে। যা হজরত আমর ইবনুল আসের সময়কার মসজিদ। ওই মসজিদটির নাম ছিল মানারাত আল-জাহের। এই মসজিদে একসঙ্গে অন্তত ২ হাজার ধর্মপ্রাণ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারত বলেও উল্লেখ্য করা হয়েছে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: