প্যান্ট পরতে ৯১১-তে কল, পুলিশ হাজির, এরপর... (ভিডিও) 

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০৫:৪০ পিএম

৯১১ হচ্ছে একটি ইমারজেন্সি কল নম্বার। যেখানে কল করলে আপনি পাবেন পুলিশি সহযোগিতা। এই সার্ভিসটি সারা বিশ্বে চালু রয়েছে। দক্ষিণ ক্যারোলাইনার বাসিন্দা ২ বছরের এই বাচ্চাটি ৯১১ সম্পর্কে জেনেছে ভালোই কিন্তু বুঝে নাই কি কারণে তাদের ডাকা হয়।

আর ২ বছর বয়সী আলিয়ার কি বোঝার মত বয়স? ফলে যা হবার তাই হয়েছে। বাড়িতে প্যান্ট পরতে পারছে না দেখে সোজা ৯১১-তে কল করে পুলিশের সাহায্য চায় আলিয়া।

এদিকে গ্রিনভেল কাউন্টি পুলিশ কল পেয়ে বুঝতে পারছে না কি কারণে এই ছোট বাচ্চা তাদের কল করে ডাকল। অনেক সময় বাচ্চারা বিপদে পড়লে ৯১১ কল করে। এই ভেবে গ্রিনভিল কাউন্টি পুলিশ ‘লোনস’ বাচ্চাটির বাড়িতে যায়।

বাসায় গিয়ে দেখে ছোট আলিয়া প্যান্ট পরার জন্য পুলিশকে ডেকেছেন। পুলিশও বাচ্চাটির আবদার পুরণ করেছে। পরে সতর্ক করে দিয়েছে। এসব কারণে পুলিশকে ডাকা উচিত না। তোমার মা-বাবা, ভাই-বোনকে এসবের জন্য ডাকবে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন...

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: