পঞ্চগড়ের পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় ক্ষেতের পানিতে পড়ে আতিকুর রহমান নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে বোদা উপজেলার পাচঁপীর ইউনিয়নের বৈরাতি সেনপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আতিকুর রহমান ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়,সকালে আতিকুর খেলার সময় সবার অগোচরে বাড়ির পাশের ক্ষেতের আইলের ধারে চলে যায়। এ সময় খেলার ছলে হঠাৎ শিশুটি ক্ষেতের পানিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর ক্ষেতের পানিতে ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে বাসায় নিয়ে আসেন।
পাচঁপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির জানান,বাড়ির পাশে থাকা ক্ষেতের পাশেই খেলা করছিল আতিকুর নামে ওই শিশুটি।অসাবধানতাবশত শিশুটি ক্ষেতের পানিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হায়দার মো. আশরাফুজ্জামান পানিতে আতিকুর রহমান নামে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।