ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

ফতুল্লায় ১১ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আপন খালু মনির হোসেনকে (৬০) গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে ফতুল্লা মডেল থানার পশ্চিম মাসদাইর এলাকায়। মনির হোসেন পেশায় একজন রিকশাচালক ও ফতুল্লা মডেল থানার পশ্চিম মাসদাইরের জামালের গ্যারেজ সংলগ্ন হাজী আবুল হোসেনের ভাড়াটিয়া মৃত আকুল উদ্দিন শিকদারের পুত্র।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান, নির্যাতিত কিশোরী তার নানী, খালা এবং খালুর সাথে মাসদাইর এলাকার ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। তার মার অন্যত্র বিয়ে হয়েছে এবং বাবাও অন্যত্র বিয়ে করে পৃথক পৃথক স্থানে বসবাস করে আসছেন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌঁনে বারোটার দিকে কিশোরীর নানী ও খালা নাকের ড্রপ কেনার জন্য ঔষধের দোকানে গেলে কিশোরী ও তার খালু মনির হোসেন বাসায় ছিলো। এ সময় কিশোরীর খালু জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করে।
এ সময় কিশোরী আত্নরক্ষার্থে ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে মনিরকে আটক করে গণপিটুনি দেয়৷ সংবাদ পেয়ে পুলিশ রাত একটার দিকে ঘটনাস্থলে গিয়ে মনিরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় কিশোরীর মামা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]