কাঁচামরিচের কেজি ২০০ টাকা!

বগুড়ার নন্দীগ্রামে হাটবাজারগুলোতে কাঁচামরিচের ঝাঁজে বাজার গরম হয়ে উঠেছে। অন্যান্য সব ধরনের সবজির দামও নাগালের বাইরে। এখন বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
মঙ্গলবার (২ আগস্ট) সকালে সরেজমিনে নন্দীগ্রাম সবজির বাজার ঘুরে দেখা যায়, বাজারে সবচেয়ে বেশি যে সবজিটির দাম বেড়েছে তা হলো কাঁচামরিচ। বিক্রেতারা জানায় বেশকিছু দিন থেকে কাঁচামরিচের দাম বেড়ে গেছে। এর আগে ১২০-১৫০ টাকা বিক্রি হলেও আজ বাজারে কাঁচামরিচ প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যান্য সবজির দামও রয়েছে বৃদ্ধির তালিকায়। প্রতি কেজি বেগুন ৫০, ঢেঁড়স ৫০, কাঁচা পেঁপে ৩০, মিষ্টি লাউ ৪০, আলু ৩০, কচুরবই ৩০ ও পটল ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
নন্দীগ্রাম বাজারের সবজি বিক্রেতা জেন্টু মিয়া বলেন, আজ কাঁচামরিচের কেজি ২০০ টাকা। কেনা বেশি তাই বিক্রিও বেশি।
বাজার করতে আসা জুয়েল রানা বলেন, শুধু কাঁচামরিচের দাম বেশি নয়। সব ধরনের তরকারির দামিই বেশি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]