গাইবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মজিদুল ইসলাম (৩৫) নামের এক অটোভ্যানের চালক নিহত হয়েছেন। বুধবার (১৭ আগস্ট) সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কাইয়াগঞ্জ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক মজিদুল ইসলাম সাপমারা ইউনিয়নের চরহিমাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আরিফ হোসেন জানান, সকালে মজিদুল ইসলাম তার ভ্যানে মালামাল বহন করে নিয়ে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী এক ট্রাক তার ভ্যানের ওপর তুলে দেয়। এরই মধ্যে ভ্যানচালকের মাথার ওপর দিয়ে ট্রাকের পেছনের চাকা চলে যায়। এতে ঘটনাস্থলে মজিদুলের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে এলাকাবাসী তবে এর ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।