সচিবালয়ে রদবদল

১৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৫:৪৫

সচিবালয়ে রদবদল করা হয়েছে। তিন সচিব ও অতিরিক্ত সচিবের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিনকে একই মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরীকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) করা হয়েছে। নাহিদ রশীদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ কাজী ওয়াছি উদ্দিনের ক্ষেত্রে ২২ সেপ্টেম্বর এবং মু. মোহসিন চৌধুরীর ক্ষেত্রে ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।