নিপুন একটা বাজে মেয়ে, তার চরিত্রে প্রবলেম আছে

রাজধানীসহ দেশের ৩৪ সিনেমা হলে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে সিনেমা ‘বীরত্ব’। সাইদুল ইসলাম রানার পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, চিত্রনায়িকা নিপুণ, নবাগতা সালওয়া, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, মনিরা মিঠু, মুনতাহা এমিলিয়া প্রমুখ।
এদিকে এই সিনেমা নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অভিনেতা পীরজাদা হারুন। যেখানে দারুণ এক পন্থা অবলম্বন করেছেন তিনি। তার সেই পোস্টের শুরুতেই তিনি উল্লেখ করেছেন চিত্রনায়িকা নিপুনকে ঘিরে কিছু কথা। যা দেখে চমকে উঠবে সবাই। বিডি২৪লাইভ-এর পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি তুলে ধরা হল-
নিপুন একটি বাজে মেয়ে, তার স্বভাব চরিত্রে প্রবলেম আছে বহুবিধ। তাই সে নিজেকে স্বাভাবিক জীবনযাত্রায় নিয়োজিত রাখতে না পেরে অস্বীভাবিক পথ বেছে নেয় আর একারনেই কিন্তু তাকে বিতর্কিত হতে হয় প্রায়ই।
একমাত্র আমিই তার ভবিষ্যতের বিষয়ে সঠিক সিদ্ধান্ত দিয়েছিলাম। কারণ, আমি তো বিচারক ছিলাম,আর এই বিচারকগন বাস্তবতার প্রমান, কাগজপত্র যাচাই-বাছাই করেই কিন্তু আদেশ দিয়ে থাকেন আর আমিও নিপুণের বিষয়ে সবকিছু সঠিকভাবে, ন্যায়সঙ্গতভাবে বিচার বিশ্লেষন করেই আমার আদেশ দিয়েছিলাম।
এতে কিন্তু বিন্দুমাত্র আমার কোন স্বর্থ ছিলো না আর তাতে কে কি বললো,সেটা আমি পরোয়া করি না। কারণ, আমি সঠিক ছিলাম আর আমি জানি সঠিক সকল সময় সত্য এবং সত্য একদিন প্রকাশ পাবেই,সন্দেহের কোন কোন বেড়া জাল যদিও সত্য প্রকাশকে মাঝে মাঝে বিলম্বিত করে ঠিকই কিন্তু তা সাময়িক, পরে কিন্তু আসল সত্যি ঠিকই বের হয়ে আসে।
তাই আমিও তার মেয়ের বিষয়ে সঠিক আদেশটিই আদালতে দিয়েছিলাম, পরে বাস্তবে কি হয়ে ছিলো তা সিনেমার রঙ্গীন পর্দায় দেখুন আগামীকাল হতে সিনেমা ‘বীরত্ব। পরিচালনায় ‘সাইদুল ইসলাম রানা’। চরিত্র: নিপুণ ‘পতিতা’ আর আমি ‘বিচারক’
হারুনের এই পোস্টের নিচে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করেছেন। তবে পোস্টের শুরুতে কেউই চিন্তাও করেননি এটি একটি সিনেমার প্রচার। তার সেই পোস্টে নবাগতা নায়িকা নিশাত নাওয়ার সালওয়া লিখেছেন, নিপুন আপু খুবই ভালো একজন মানুষ। এর জবাবে হারুন লিখেছেন, সেই কারনেই তো আসুন সবাই মিলে বীরত্ব সিনেমাটা হলে গিয়ে দেখি এবং বাংলাদেশের সিনেমাকে প্রমোট করি সবাই মিলে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]