নির্বাচনের আগে সহিংসতায় ইইউর উদ্বেগ

বাংলাদেশে নির্বাচনের আগে বিক্ষোভ মিছিলে সহিংসতা বাড়ায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে এক টুইট বার্তায় এ উদ্বেগের কথা জানায় ঢাকাস্থ ইইউ কূটনৈতিক মিশন। এতে বলা হয়, পরবর্তী সংসদ নির্বাচনের আগে বিক্ষোভ-সম্পর্কিত সহিংসতা বৃদ্ধির বিষয়ে ইইউ উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলছে।
টুইট বার্তায় জানানো হয়, সদস্য রাষ্ট্রগুলো কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন সম্পৃক্ত। জাতীসংঘ ১৫ সেপ্টেম্বর গণতন্ত্র দিবস পালন করছে। এবারের গণতন্ত্র দিবসে গণতন্ত্র, শান্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্বের ওপর আলোকপাত করা হচ্ছে।
প্রসঙ্গত, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আবদুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশের আয়োজন করছিল বিএনপি। এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব কারণে উদ্বেগ প্রকাশ করে ইইউ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]