প্রশাসনের অভিযানে অর্ধশত স্থাপনা উচ্ছেদ, ৪ একর জায়গা উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় তিন ঘণ্টার অভিযানে উদ্ধার হয়েছে কোটি টাকার সরকারি জায়গা। এ সময় ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপকূলীয় এলাকার বদরখালীতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান।
অভিযানে কক্সবাজার জেলা প্রশাসনের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জায়গা থেকে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া সাগর চ্যানেল থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন ও দোকানঘর ভরাটের কাজে ব্যবহৃত সেলো মেশিন ধ্বংস করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি। অভিযানে পূর্ব বড়ভেওলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহসিলদার) মো. আবুল মনসুর ও থানা পুলিশ সহায়তা করেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান বলেন, বদরখালী ফেরিঘাট এলাকায় জেলা প্রশাসনের খাস খতিয়ানভুক্ত জায়গা দখলে নিয়ে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জেপি দেওয়ান বলেন, অভিযানে ছোট-বড় অন্তত ৫০টি অবৈধ দোকানঘর উচ্ছেদ ও সাগর চ্যানেল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত একটি সেলো মেশিন ধ্বংস করা হয়েছে। দখলমুক্ত করা জায়গায় সাইনবোর্ড টাঙানো হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]