এক হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২৩ সেপ্টেম্বর ২০২২, ৭:২৯:০৯

সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ রাসেল চৌধুরী (৩৪) নামের এক মাদক কারবারী কে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার সকালে বেলকুচি পৌরসভার অর্ন্তগত চালা উত্তরপাড়া এলাকায় আসামীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী চালা উত্তরপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা সহ রাসেল কে গ্রেফতার করি। এ সংক্রান্তে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।