শাহজাদপুরে সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

২৫ সেপ্টেম্বর ২০২২, ২:১৪:১৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাব রেজিষ্ট্রি অফিসে বহিরাগতদের অনুপ্রবেশ, অস্থিতিশিল ও ষড়যন্ত্রের প্রতিবাদে দলিল লেখক সমিতির উদ্দ্যোগে সাব-রেজিষ্ট্রি অফিসের সামনের সড়কে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শাহজাদপুর দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আব্দুর রশিদ।

বক্তব্য রাখেন, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হাকিম শিমুল, দলিল সমিতির সাবেক আহ্বায়ক হাজী আব্দুর রহমান, সংগঠনের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তাগণ বলেন, সোহল রানা নামক বহিরাগত ব্যক্তি দীর্ঘদিন ধরেই সাব রেজিষ্ট্রি অফিসকে অস্থিতিশিল করার চেষ্টা করছে।

তিনি সাব রেজিষ্ট্রি অফিস কিম্বা দলিল লেখক সমিতির কেউ নয়। বিভিন্ন সময়ে সোহেল রানা দলিল লেখকদের নিকট চাঁদা দাবী করে আসলে সে দাবী পূরণ না করায় সে নানা মুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই বহিরাগত সোহেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।