বন্ধুর মোটরসাইকেলের সঙ্গে রেসিং, খাদে পড়ে প্রাণ গেল কিশোরের

টাঙ্গাইলের মধুপুরে বন্ধুর মোটরসাইকেলের সঙ্গে রেসিং করতে গিয়ে ধাক্কা লেগে খাদে পড়ে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুই বন্ধু আহত হয়েছেন। গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী ব্রিজের পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম সজীব। সে ধনবাড়ী উপজেলার মোমিনপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে। একই ঘটনায় আহত দুই বন্ধু হলো- একই গ্রামের আনিসের ছেলে সজীব ও আল আমিনের ছেলে বাঁধন। স্থানীয়রা জানায়, ধনবাড়ীর দিক থেকে মধুপুর আসার পথে দুই মোটরসাইকেলে তারা রেসিং করছিল। ব্রিজ এলাকার বাঁকে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সজীবের মোটরসাইকেল পাশের বংশাই নদের দিকে খাদে পড়ে যায়।এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হতাহতদের উদ্ধার করে মধুপুর উপজেলার ১০০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সজীবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর বাঁধনকে ছেড়ে দেওয়া হয়েছে।
মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের পাওয়া যায়নি। নিহত কিশোর ধনবাড়ী থানার হওয়ায় তাকে নিয়ে গেছেন স্বজনরা।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]