জয়পুরহাটে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে বালকের মৃত্যু

৩০ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৭:০৩

জয়পুরহাটের পাঁচবিবিতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে ১২ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারী গামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবির ১নং রেলগেট এলাকা পার হওয়ার সময় রাত ১০ টায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনটি পাঁচবিবি রেল ষ্টেশনের দক্ষিণে ১নং রেলগেট সংলগ্ন সিগনালের নিকট পৌছিলে ট্রেনের ছাদে থাকা ছেলেটি পড়ে যায়।

তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা মহিপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ছেলেটির লাশ পাঁচবিবি থানায় নিয়ে আসে। তবে এ রির্পোট লেখা পর্যন্ত ছেলেটির পরিচয় পাওয়া যায়নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।