এখন সুখের সংসার করতে চান শাকিব

বিতর্ক পিছুই ছাড়ছে না ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের। নিজের ব্যক্তিগত জীবনের বহু বিষয়ে লুকিয়ে রাখার জন্য বারবার বিতর্কের মুখে পড়ছেন তিনি। তার সবশেষ উদাহরণ, চিত্রনায়িকা শবনম বুবলীর সন্তানের পিতা হওয়ার ঘটনা। যদিও এমন ঘটনা এর আগেও ঘটিয়েছেন তিনি। তবে সেবার দৃশ্যপটে ছিল আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাস।
এখানেই শেষ নয়। সম্প্রতি আরও এক নবাগত নায়িকার সঙ্গে নাম জড়িয়ে গুঞ্জনের সৃষ্টি হয়েছে এই নায়ককে ঘিরে। এই সকল গুঞ্জন ও বিতর্কে মুখে কুলুপ এটেছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ক। তবে সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকার বিষয়গুলো নিয়ে কথা বলেছেন শাকিব।
যেখানে তিনি বলেছেন, এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি? সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে? আমি তো মাত্র দু’জনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে সবই তো গুঞ্জন। না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে তারা কী মুখ বন্ধ করে রাখত?
বুবলীর সঙ্গে বাকি জীবন কাটাতে চান কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয় কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই।
সাক্ষাৎকারে দুই সন্তান জয় ও বীরের প্রসঙ্গে শাকিব খান বলেন, দু’জনই আমার আদরের সন্তান। আমি আমার দুই ছেলেকেই প্রকৃত অর্থে শিক্ষিত করে রেখে যেতে চাই। দুই ছেলেকেই সমান দেখভাল করে যাব। তাদের জীবনে অপূর্ণতা বলে যেন কিছু না থাকে সে চেষ্টা করাই আমার প্রধান দায়িত্ব। ওরা শিক্ষিত ও বড় হয়ে নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নেবে। আমি তাদের প্রকৃত ও আদর্শ মানুষ হিসেবে দেখতে চাই।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]