আমার বাড়িতেও রাত ২টার পর বিদ্যুৎ ছিল না: প্রতিমন্ত্রী

দেশে চলমান লোডশেডিংয়ের ভোগান্তির শিকার হয়েছেন খোদ বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ নিজেই। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, গত রাত দুইটার পর আমার বাসাতেও বিদ্যুৎ ছিল না। যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে ধৈর্য ধরার বিকল্প নেই।
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধজনিত কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বিদ্যুতের উৎপাদন কমিয়ে রাখার যে সিদ্ধান্ত সেটি সক্ষমতার ঘাটতির জন্য নয়। স্পট মার্কেট গ্যাস আমদানি করতে না পারায় এই ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, ‘আমরা তো ভালোই ছিলাম। ইউক্রেন যুদ্ধের আগে তো আমাদের শতভাগ বিদ্যুতায়ন করে ফেলেছি। মানে শতভাগ বিদ্যুৎ দেয়ার ক্যাপাসিটি আমরা অর্জন করেছি। কে জানত এ ধরনের যুদ্ধ হবে?’
গত ১৯ জুলাই সংবাদ সম্মেলনে এসে বিদ্যুৎ উৎপাদন সীমিত করার ঘোষণা দেয়ার দিন প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, প্রতি দিন লোডশেডিং হবে এক ঘণ্টা। কিন্তু পরে হচ্ছিল তিন থেকে চার ঘণ্টা। পরে প্রতিমন্ত্রী এও বলেন, অক্টোবর থেকে লোডশেডিং থাকবে না। কিন্তু ৪ অক্টোবর দেশের পূর্বাঞ্চলীয় গ্রিডে বিপর্যয়ের পর চার বিভাগ ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে পরিস্থিতির অবনতি ঘটে, মধ্যরাতের যে লোডশেডিংয়ের দুঃসহ জ্বালা দেশবাসী এক যুগে ভুলেছিল, ফিরে এসেছে সেই স্মৃতিও।
লোডশেডিং করাতে বাধ্য হয়েছেন জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, মানুষের কষ্ট হচ্ছে। কালকে আমার বাড়িতেও রাত ২টার পরে বিদ্যুৎ ছিল না। আমরা সবাই তো এক সঙ্গে। আমি বলব, একটু ধৈর্য ধরেন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ধারণা ছিল যে অক্টোবরের দিকে আমাদের ডিমান্ডটা কমে আসবে। অক্টোবর-নভেম্বরে যখন আবহাওয়া একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমাদের ধারনা ছিল ডিমান্ড কমে আসবে। আর এই কমের মধ্যে আমরা ম্যানেজ করতে পারব।…কিন্তু আবহাওয়ার যে অবস্থা যে পরিমাণ গরম, সেখানে ডিমান্ড আগের মতোই রয়ে গেছে।’
লোডশেডিং কমাতে নতুন সময়সীমা নভেম্বরের যে কথা প্রতিমন্ত্রী আগের দিন বলেছিলেন, সেটিও আবহাওয়ার ওপর ভরসা করে বলে জানিয়েছেন তিনি। বলেন, ‘আমি আশা করি নভেম্বরে যদি তাপমাত্রা কমে আসে। তাপমাত্রা যদি নিচের দিকে যায় তাহলে অবশ্যই ডিমান্ড কমে আসবে। তখন আমরা ম্যানেজ করতে পারব।’
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]