কিশোরগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

১৩ অক্টোবর ২০২২, ৮:৫৫:০৪

আবু হাসান শেখ, কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে: আইন শৃংখলা উন্নতিতে রোল মডেল হবে কিশোরগঞ্জ উপজেলা এ প্রত্যয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় থানা চত্ত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায়ের সভাপতিত্বে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ধসঢ়; মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, সৈয়দপুর সাকের্লের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোআর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বাবুল।

এতে আরও বক্তব্য রাখেন স্থানীয় প্রেস ক্লাবের আহ্বায়ক আবু হাসান শেখ (হাসান তনা), গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান জোনাব আলী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু প্রতাব চন্দ্র রায়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু পতিরাম চন্দ্র, উপজেলা মহিলা লীগের সভাপতি শিল্পী রানী রায়, ইউপি সদস্য শাফিউল ইসলাম, শ্রমিক নেতা সাইদুর রহমান প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।