ফিফা র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগোলো বাংলাদেশের মেয়েরা

কয়েকদিন আগে সাবিনা-সানজিদারা জিতেছেন সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। দুর্দান্ত এই পারফরম্যান্সের কারণে তারা সাত ধাপ এগিয়েছে। বাংলাদেশের মেয়েরা এক হাজার ৫৪ দশমিক ৫৫ পয়েন্ট নিয়ে ১৪৭তম থেকে ১৪০তম স্থানে উঠে এসেছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে এ তথ্য জানা গেছে।
দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। পরের ম্যাচে ৬-০ গোলে উড়িয়ে দেয় পাকিস্তান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে সাবিনা খাতুনের দল।
এরপর সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে মেয়েরা। প্রথমবারের মতো শিরোপা জয়ের এই যাত্রায় মাত্র ১ গোল হারায় বাংলাদেশ।
এদিকে, সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের সেমিফাইনালে নেপালের বিপক্ষে হেরে ভারতীয় নারীদের র্যাঙ্কিংয়ের অবনতি হয়েছে। দলটি তিন ধাপ নেমে ৬১তম স্থানে রয়েছে। ফাইনালে বাংলাদেশের কাছে হেরে যাওয়া নেপালও এক ধাপ পিছিয়ে রয়েছে ১০৩ নম্বরে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]