সখীপুরে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

টাঙ্গাইলের সখীপুরে জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক প্রবাস ফেরত গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের কালিয়ান গ্রামে এ ঘটনা ঘটে। সে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ফজলুর রহমান খানের ছেলে।
এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সিঙ্গাপুর থাকাকালীন সময়ে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে জাহাঙ্গীর আলম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে কোম্পানি কিছুদিন আগে দেশে ফেরত পাঠায়। প্রতিদিনের ন্যায় সোমবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ভোররাতে তাকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়। ওই গ্রামের কৃষক শ্রমিক জনতা লীগ নেতা মোঃ কামরুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মতিন বলেন, লাশের সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]