অবশেষে ঢাকায় নোরা ফাতেহি

অবশেষে সব সংকট কাটিয়ে ঢাকায় এসেছেন বলিউডের হার্টথ্রব নায়িকা নোরা ফতেহি। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই অভিনেত্রী। ‘উইমেন লিডারশিপ করপোরেশন’র আমন্ত্রণে নোরার ঢাকা সফর। আজ সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রতিষ্ঠানটির ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ শীর্ষক একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
জানা গেছে, বিকাল ৪টায় দর্শকদের জন্য অনুষ্ঠানটির গেট ওপেন হবে। অনুষ্ঠানের মূল পর্ব শুরু হবে সন্ধ্যা ৬টায়। বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে পৌঁছেছেন নোরা। ঢাকায় অবস্থানকালে এই হোটেলেই থাকবেন তিনি। নির্ধারিত প্রোগ্রাম শেষে শনিবার (১৯ নভেম্বর) বিকাল বাংলাদেশে ত্যাগ করবেন ‘গরমি’ খ্যাত আইটেম কন্যা।
‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।
শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন তিনি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]