চাঞ্চল্যকর হত্যা মামলায় আদালতে দুই যুবকের স্বীকারোক্তি

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: দিনাজপুরের ফুলবাড়ীতে একটি চার্জার ভ্যান ছিনতাই করতে রিক্সা চালক জনি আহম্মেদকে হত্যা করেছে বলে আদালতে স্বীকার উক্তি দিয়েছে, আসমাউল হোসেন আকাশ (২১) ও মামুন (১৮) নামে দুই যুবক।
শনিবার বিকেলে ফুলবাড়ী থানা পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ্দ করলে, তারা এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম।
রিক্সা চালককে হত্যার দায়ে আটক আসমাউল হোসেন আকাশ ফুলবাড়ী পৌর এলাকার স্বজনপুকুর বুন্দিপাড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে ও মামুন একই এলাকার শাখায়াত হোসেনের ছেলে। তারা গত ২৯ অক্টোবর দিবাগত রাতে উপজেলার রাজারামপুর গোয়ালপাড়া এলাকায় একটি ইউক্যালিপটাস বাগানে উপজেলার দক্ষিন বাসুদেবপুর ডাঙ্গা গ্রামের আতাউর রহমানের ছেলে রিক্সা চালক জনি আহম্মেদকে হত্যা করে তার চার্জার রিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়। ৩০ অক্টোবর সকালে পুলিশ জনি আহম্মেদের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় জনি আহম্মেদের পিতা আতাউর রহমান বাদি হয়ে ওই দিন ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এই মামলায় পুলিশ বিভিন্ন সুত্রে খবর পেয়ে ধৃত আসমাউল হোসেন আকাশ ও মামুনকে গত শনিবার ঢাকা ফরিকরাপুল কাঁচাবাজার থেকে আটক করে।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, ধৃত আসমাউল হোসেন ও মামুন এবং তাদের অপর একজন সঙ্গিসহ গত ২৯ অক্টোবর দিবাগত রাতে জনি আহম্মেদের চার্জার রিক্সা ভাড়া নিয়ে আমডুঙ্গি হাটের দিকে যায়, এসময় তারা রিক্সা চালক জনি আহম্মেদকে জুসের সাথে ঘুমের ঔষধ খাওয়ায়, কিন্তু তাতেও জনি আহম্মেদকে দুর্বল করতে না পেরে, নির্জন স্থানে গিয়ে তাকে মার ডাং করে আহত করে। এরপর কাঁচি দিয়ে উপর্যপরি আঘাত করে, ফেলে দিয়ে তার চার্জার রিক্সাটি নিয়ে পালিয়ে যায়। এতে অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনে জনি আহম্মেদের মৃত্যু হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]