জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

২১ নভেম্বর ২০২২, ৯:৩৪:২৪

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে কোন বিষয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে সে বিষয়ে দলটির পক্ষ থেকে কিছু বলা হয়নি।

গতকাল রোববার (২০ নভেম্বর) দিনগত রাতে এক ক্ষুদে বার্তায় দলটির মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য জানান।তিনি জানান, সোমবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

একাধিক্ সূত্র জানায়, কুমিল্লায় লিফলেট বিতরণকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত হওয়ায় নতুন কোনো কর্মসূচি ঘোষণা হতে পারে। তাছাড়া রোববার ঢাকার আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় বিএনপির দলীয় বক্তব্য প্রকাশ করা হতে পারে। এছাড়া সমসাময়িক ইস্যু নিয়েও বক্তব্য দেওয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।