মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ

২১ নভেম্বর ২০২২, ১১:৫৯:২৩

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ‘বিজিপি’র গুলিতে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২১ অক্টোবর) বিকেলে সীমান্তের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ কাসেম (৩৮) টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকার মৃত মনু মিয়ার ছেলে।

ঘটনাটি নিশ্চিত করে টেকনাফ পৌরসভা ক্ষুদ্র মৎসজীবি সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম জানান, গতকাল রোববার মোহাম্মদ হাশেমের মালিকানাধিন ফিশিং ট্রলার নিয়ে স্থানীয় জেলে জাহেদ হোসেন, মো. আনোয়ার, রহমত উল্লাহ ও মো. কাসেম মাছ ধরার নৌকা নিয়ে সাগরে মাছ শিকারে যান। মাছ শিকার শেষে সোমবার বিকেলে ফেরত আসার সময় হঠাৎ করে ‘বিজিপি’র একটি দল গুলি ছড়ে। এতে কাশেমের দুই পায়ে গুলি লাগে।

তিনি আরও বলেন, পরে গুলিবিদ্ধ জেলেকে দ্রুত মাঝিমাল্লারা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘একজন জেলে গুলিবিদ্ধ হয়েছে শুনেছি। এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।