ব্রাহ্মণবাড়িয়ায় `ব্রাজিল’ সমর্থকদের শোডাউন

২৩ নভেম্বর ২০২২, ৪:১৭:৪১

ফিফা কাতার বিশ্বকাপ ফুলবল নিয়ে উম্মাদনা এখন সারা বিশ্বজুড়ে। এই উন্মাদনায় এবার ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের বিশাল শোডাউন করেছে ‘ব্রাজিল সমর্থক গোষ্ঠী’। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে ৫শর অধিক মোটরসাইকেল নিয়ে ব্রাজিল ভক্ত শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা মঞ্চে এসে শেষ করে। এতে কয়েক হাজার ব্রাজিলিয়ান ভক্তানুরাগী অংশ নেন।

ব্রাজিল সমর্থক মেহেদী হাসান মিশু বলেন, ‘বিশ্বকাপ খেলা আসলে আমরা সবাই ফুটবলে উজ্জীবিত হয়। ব্রাজিল দল হচ্ছে একটা নান্দনিক ও শৈল্পিক ফুটবল দল। গতকাল আর্জেটিনার অনেক বন্ধুরা আমাদের চায়ের দাওয়াত দিয়েছিলো কিন্তু দুঃখের বিষয় সন্ধ্যার পরে কাউকেই খুঁজে পাইনি। আজ আমরা সকলে আনন্দ করার জন্য একত্রিত হয়েছি। এবার অবশ্যই কাতার বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।’

ব্রাজিল সমর্থক ইকরাম আহমেদ বলেন, ‘প্রিয় দল ব্রাজিলকে ভালোবেসে আমরা ব্রাজিল সমর্থকরা এখানে জড়ো হয়েছি। ব্রাজিল ফুটবল দল হচ্ছে একটা নান্দনিক ফুটবল দল। ব্রাজিল আমাদের প্রিয় দল। এবার কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।’

আরেক ব্রাজিল সমর্থক ওবায়দুর রহমান বাবু বলেন, ‘একটি দলে এক জন স্টার থাকে কিন্তু ব্রাজিল দলে সকলেই স্টার। ব্রাজিলের ফুলবল দলের প্রতিটা খেলোয়ার বিশ্বের নামি দামি ক্লাবে খেলে থাকে। ব্রাজিল দলের গোলকিপারকে সবাই বলে বাজপাখি। ছোটবেলা থেকে এ দলটি সাপোর্ট করি। আশা করি, আমরা কাতার বিশ্বকাপ মাতিয়ে তুলতে পারবো এবং বিশ্বকাপের ট্রফি নেইমারের হাতেই উঠবে।’

আয়োজক কমিটির উদ্যোক্তা সাংবাদিক বাহাদুর আলম বলেন, ‘ফেসবুকের মাধ্যমে আমরা সবার সঙ্গে যোগাযোগ করে ব্রাজিল সমর্থকেরা এই আনন্দ র‍্যালির আয়োজন করি। ব্রাজিল দলটা একটা আবেগ ও ভালোবাসার নাম। কাতার বিশ্বকাপে এবার ব্রাজিল অবশ্যই চ্যাম্পিয়ন হবে।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।