২১ সেচ মোটরসহ দুই চোর গ্রেফতার

২৩ নভেম্বর ২০২২, ১০:১৩:২৩

ময়মনসিংহে কৃষকের সেচের মোটর চুরির অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২১ সেচ মোটর উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার ভবানীপুর গ্রামের সালাম খাঁ’র ছেলে সাব্বির মিয়া (২৬), অপর জন জেলার তারাকান্দা উপজেলার আঃসালামের ছেলে আজহারুল ইসলাম (২২)। বুধবার (২৩ নভেম্বর) বিকালে কোতোয়ালী মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এবিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, সম্প্রতি চরাঞ্চলে কৃষকদের সেচ পাম্প ও মোটর চুরি হচ্ছে, এমন অভিযোগ আসে। কৃষকদের অভিযোগের ভিত্তিতে জয়বাংলা বাজার এলাকা থেকে ইলেক্ট্রিক মিস্ত্রী সাব্বির মিয়াকে গ্রেফতার করা হয়।

এরপর সাব্বিরের দেওয়া তথ্যমতে, গ্রেফতার করা হয় তার সহযোগী তারাকান্দা উপজেলার পলাশকান্দা গ্রামের ইলেক্টিস মিস্ত্রী আজাহারুল ইসলামকে। পরে তাদের দেখানো মতে ২১ টি সেচ মোটর উদ্ধার করা হয়।

ওসি শাহ কামাল আকন্দ আরও বলেন, দিনের বেলায় সাব্বির ও আজাহারুল ইলেক্টিক মিস্ত্রীর কাজ করতেন। কিন্তু রাতের আধাঁরে সেচ মোটর চুরি করতেন তারা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।