সুনামগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

সুনামগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিক ও মালিকরা। শুক্রবার (২৫ নভেম্বর) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হঠাৎ ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জানা গেছে, সড়কে পার্কিং করে রাখা বাস আটক করে পুলিশ লাইন্সে নেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ বাস মালিক-শ্রমিক সমিতি।
বাসের অপেক্ষায় থাকা এক যাত্রী পাভেল বলেন, হঠাৎ করেই পরিবহন ধর্মঘট। কোনো ঘোষণা ছাড়া এমন কর্মসূচি যাত্রীদের জিম্মি করে হয়রানি ছাড়া আর কিছু নয়।
এসময় শ্রমিকনেতা বুরহান উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমাদের কোনো বাসস্ট্যান্ড নেই। এছাড়া বাস রাখার পর্যাপ্ত কোন জায়গা নেই। তাই বাস সড়কে রাখতে হয়। এর জন্য আমাদের বাস আটক করেছে পুলিশ। এমনকি শ্রমিকদের এ নিয়ে হয়রানিও করছে পুলিশ। এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস কিংবা যোগাযোগ করা হয়নি, তাই ধর্মঘট চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত।
অপরদিকে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে দূরপাল্লার বাসসহ সব পরিবহন বন্ধ করে কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে সকল টিকিট কাউন্টারও। যাত্রী নিতে কোনো বাস শহরে ঢোকেনি। এ কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) অবৈধ পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজট থেকে সড়ক মুক্ত রাখতে এবং বাসের বৈধ কাগজপত্র না দেখাতে পারায় অবৈধ পার্কিং এবং বৈধ কাগজ না থাকায় শ্যামলী, মামুন, সাকিল পরিবহনের ৩টি বাস জব্দ করে পুলিশ। তারই প্রতিবাদে পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন শ্রমিকরা।
এ বিষয়ে সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ বলেন, সড়কের দুপাশে অবৈধভাবে বাস রাখায় সাধারণ মানুষের ভোগান্তি, যানজট হচ্ছে। জেলার আইনশৃঙ্খলা কমিটির প্রতিটি সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। অনেকেই এ নিয়ে অভিযোগ করেছেন। এ অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য তিনটি বাস পুলিশ লাইনস-এ এনে রাখা হয়েছে। এ কারণে কর্মবিরতি ডেকে জনগণকে ভোগান্তিতে ফেলা যুক্তিযুক্ত হবে না। তিনি আরও বলেন, জনগণের ভোগান্তি যাতে না হয়, এ জন্য বিষয়টি সমাধানের জন্য আমরা চেষ্টা করছি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]