রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় আহত ৬ জন ঢামেকে ভর্তি

৩০ নভেম্বর ২০২২, ২:২৪:২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে চার শিশুসহ ছয়জন আহত হয়েছেন। আজ বুধবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মোছা. জুলেখা খাতুন (৪৭), মোছা. সাজেদা বেগম (৫০), মো. রাব্বি (১২), রাইসা (৫), আমেনা (৭), তানহা হাসান (২০)।

আহতদের ঢামেক হাসপতালে নিয়ে আসা পথচারী হানিফ জানান, রূপগঞ্জের ৩০০ফিট এলাকায় এক ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা দুই নারী ও চারজন শিশু গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, পূর্বাচলের ৩০০ ফিট এলাকা থেকে দুর্ঘটনায় আহত ছয়জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত আছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।