ফরিদপুরে গরু চুরি করতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পিকআপ খাদে

১৫ ডিসেম্বর ২০২২, ১০:১৮:৫১

ফরিদপুরের বোয়ালমারীতে দিনের আলোতেই গরু চুরি করতে গিয়ে সাধারণ জনতার ধাওয়া খেয়ে পিকআপ খাদে পড়ে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় সাধারণ জনতারব হাতে আটক হয়েছে আরও দু’জন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৪০)।

তিনি উপজেলার চতুল ইউনিয়নের বাইখির গ্রামের বাশার শেখের ছেলে। আহত শরিফুল ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আটক হওয়া অন্য দুজন হলেন, রুপাপাত ইউনিয়নের সূর্য্যক গ্রামের মজিবর মোল্যার ছেলে শহিদুল মোল্যা (৩০) ও পৌরসভার ছোলনা গ্রামের মাহফুজ শেখ (২২)।

জানা যায়, মুজুরদিয়া এলাকায় রাস্তার পাশে ওই গ্রামের সুজন মোল্যার একটি গরু বাঁধা ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চোরের দল একটি পিকআপ রাস্তায় দাঁড় করিয়ে গরুটি চুরি করে গাড়িতে ওঠাতে যায়। এসময় তাদের দেখে একজন পথচারী চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে চোরের দল গরু রেখে তাদের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। কিছু দূর যাওয়ার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এসময় গাড়িতে থাকা শরিফুল ইসলাম গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দুজনকে থানায় নিয়ে যায় এবং আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে। চোরাই কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

এদিকে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।