মহান বিজয় দিবসে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করে উত্তোলন

মহান বিজয় দিবসে উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপির অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত ও দলীয় পতাকা সম্পন্ন করে উত্তোলন করা হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলায় বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে। শুক্রবার ভোরে উপজেলায় রেল ষ্টেশন এলাকায় বিএনপির দলীয় কর্যালয়ে পতাকা উত্তোলন কালে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে উপজেলা মুক্তিযুদ্ধোরা।
শুক্রবার সকাল থেকেই বিভিন্ন সামাজিক মাধ্যমে বিষয়টি জনসাধরনেরা বিভিন্ন ভাষায় লিখে পোষ্ট করতে থাকে। তারা বলছেন, স্বাধীনতার এত বছর পরো দেশের একটি এত বড় বৃহত দল এ ধরনের কাজ রাষ্ট্রেক হেয়পতিপন্ন করে। এর যথাউপযুক্ত ব্যবস্থা নেবার দাবীও জানান তারা। নিয়ম অনুযায়ী বিজয় দিবসে জাতীয় পতাকা পূর্নাঙ্গ করে উত্তোনল করার নিয়ম রয়েছে।
এদিকে বিএনপির কার্যালয়ে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করে উপজেলা মুক্তিযুদ্ধো সংসদের সাবেক কমান্ডার গাজী আমিনুল ইসলাম বলেন, এটি বাংলাদেশকে অবমাননা করা হয়েছে। দলের থেকে দেশ বড়। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এটা দেখার জন্য নয়। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার কথা বলেন তিনি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি বলেন, আমি সকালে ছিলাম না। সংগঠনের পক্ষ থেকে পতাকা তোলা হয়েছে। হয়তো ছেলেপেলেরা বিষয়টি বুঝতে না পেরেই এভাবে পতাকা উত্তোলন করেছে। বিষয়টি জানার পরে দুপুরে আবার সেটিকে সঠিক ভাবে লাগানো হয়েছে।
এদিকে এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মেরিনা সুলতানা জানান, এধরনের কাজ আইনগত ভাবে অপরাধ। কোন সংগঠনই এ ধরনের কাজ করতে পারে না। তিনি আরো জানান, ইতিমধ্যেই আমাদের পক্ষ থেকে পতাকা উত্তোলন কমিটি ঘটনাস্থ পরিদর্শনে পাঠানো হয়েছে। বিষয়টি দেখে প্রয়োজনে ব্যবস্থা নেবার কথাও জানান তিনি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]